ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ছিন্নমূল অসহায়দের নিয়ে ইফতার মাহফিল  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৬, ১৪ জুন ২০১৮ | আপডেট: ১৮:১২, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রাউড অফ ব্রাহ্মনবাড়িয়া’ সংগঠন ও ফেসবুক পেজ ‘মাই স্পোর্টর টিভি’র উদ্যোগে ছিন্ন মূল অসহায় মানুষদেরকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় শহরের স্মৃতি চাইনিজ রেষ্টুরেন্টে এ ইফতারের আয়োজন করা হয়।  

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই স্পোর্টর টিভির প্রতিষ্ঠাতা সোহাগ ভূঁইয়া। সংগঠনের সভাপতি মো. জুবায়ের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাচ-বাংলা ডায়গনিষ্টিক সেন্টারের পরিচালক মো. আফজাল মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস এর সদস্য সাখাওয়াত হোসেন, নূর টেলিকম এর পরিচালক ছুফিউল্লাহ (বাহরাইন প্রবাসী)। 

প্রধান অতিথির বক্তব্যে সোহাগ ভূঁইয়া বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের প্রতিটি বিত্তবান মানুষ যদি এভাবে সাহায্যর হাত বাড়িয়ে দেয় তাহলে বাংলাদেশে অসহায় গরীব মানুষ আর থাকবে না। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভিক্ষুক, প্রতিবন্ধীসহ ১৫০জন ছিন্নমূল নারী পুরুষকে এই অনুষ্ঠানে ইফতার করানো হয়।  

এমএইচ/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি